একটানা মোবাইল ব্যবহার করে কব্জি ও আঙুলে ব্যথা! উপকার পেতে ৫টি ব্যায়াম
হাতের আঙুল বা কব্জিতে কোনও চোট লাগেনি। অথচ মাঝেমধ্যেই ব্যথা হচ্ছে। তার জন্য দায়ী হতে পারে ঘণ্টার পর ঘণ্টা মোবাইল ব্যবহার। স্ক্রিন টাইম যেমন চোখের জন্য ক্ষতিকর, তেমনই দীর্ঘ সময় মোবাইল ব্যবহার হাতের ব্যথার কারণ হতে পারে।
বিষয়টা অনেকেই বুঝতে পারেন না। তবে সময়ে সতর্ক হলে এবং কয়েকটি নিয়ম মানলে সমস্যার ঝুঁকি কমতে পারে। hand pain
১) সামনের দিকে হাত এগিয়ে দিতে হবে। অন্য হাত দিয়ে এক হাতের কব্জি থেকে বিপরীত দিকে বেঁকানোর চেষ্টা করতে হবে। তার ফলে হাত ও কব্জির সংযোগস্থলে টান সৃষ্টি হবে। ২০-২৩ সেকেন্ড করে ওই অবস্থানে হাত ধরে রাখতে হবে। প্রত্যেক হাতে ২-৩ বার করতে হবে।
২) হাত খোলা রেখে বুড়ো আঙুল দিয়ে হাতের বাকি আঙুলগুলিকে ক্রমান্বয়ে ছুঁতে হবে। ৫-১০ বার করে ব্যায়ামটি করতে হবে।
৩) টেবিলের উপরে দুই হাত রেখে শুরু করতে হবে। নখের দিকটি যেন উপরের দিকে থাকে। তার পর ধীরে ধীরে মুঠো বন্ধ করতে হবে। তার পর আবার মুঠো খুলে আঙুলগুলি সোজা করতে হবে। দুটো হাতে এক সঙ্গে ৮-১০ বার ব্যায়ামটি করতে হবে।
৪) দেহের দু’পাশে বা টেবিলে হাত রেখে ঝাঁকাতে হবে। ভঙ্গিটি এমন হবে যেন হাত থেকে জল বা কোনও ধুলো ঝাড়া হচ্ছে। এক টানা ১০-১৫ সেকেন্ড ঝাঁকানোর পর বিশ্রাম নিতে হবে। ব্যায়ামটি ৪-৫ বার করা উচিত।
৫) দেহের দু’পাশে বা টেবিলে হাত রেখে আঙুলগুলিকে পরস্পরের থেকে দূরে টানটান করে ঠেলার চেষ্টা করতে হবে। তার পর ওই অবস্থানে ৫ সেকেন্ড আঙুলগুলিকে রাখতে হবে। দু’হাতে ১০ বার করে ব্যায়ামটি করা উচিত।





Post a Comment